বার্সেলোনা ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতেছেন, ব্যক্তিগতভাবে বর্ষসেরা ফুটবলারও হয়েছে ছয়বারও। কিন্তু, নিজে দেশের হয়ে বড় কিছু জিততে না পারায় বারবার সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। গত বছর ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জয়ের পর সপ্তমবার ব্যালন ডি'অর জিতে মুখ বন্ধ করে দিয়েছেন অনেকেরই।
দলগত নৈপুণ্যে কিংবা ব্যক্তিগত অর্জন-লিওনেল মেসি ক্যারিয়ার এখন অনেকটাই সমৃদ্ধ। তবে, এমন সমৃদ্ধ অর্জনেও মন ভরেনি নিন্দুকদের। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া পর নিম্নমুখী পারফরম্যান্সের জন্যই এবার বেশ সমালোচিত হচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা।
[caption id="attachment_63533" align="aligncenter" width="1443"] ছবিঃ টুইটার[/caption]
মেসিকে নিয়ে নিন্দুকদের এই বিষয়টি একেবারে ভালো চোখে দেখছেন না করিম বেনজেমা। বার্সেলোনা ক্যারিয়ারের অসংখ্যবার এল- ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে কঠিন পরীক্ষায় ফেলেছেন মেসি। কিন্তু, তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলা এই ফুটবলারের প্রশংসা করতে কার্পণ্য করেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। টেলেফুটকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি তারকা বলে দিয়েছেন, যারা লিওনেল মেসির সমালোচনা করেন তারা ফুটবলের কিছুই জানে না!
গত বছর গ্রীষ্মকালীন দলবদলে আকস্মিকভাবে দীর্ঘ একুশ বছরের সম্পর্ক ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি ক্লাবটিতে এসে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি ৩৫ বছর বয়সী এই তারকা। পিএসজি হয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাশিত গোল করে গেলেও লীগ ওয়ানে যেন ছন্নছাড়া মেসি। সবমিলিয়ে ফরাসি লিগ ওয়ানে ১১ ম্যাচে মাত্র ১ গোল করতে পেরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। এই প্রসঙ্গে করিম বেনজেমা বলেছেন,
“তিনি (মেসি) কিভাবে সফল নয়? এটা তার নিজেকে মানিয়ে নেওয়ার সময়। হয়তো তিনি খুব বেশি গোল করতে পারছেন না। কিন্তু, তিনি মাঠে কি করে সেটাও দেখুন।”
[caption id="attachment_63534" align="aligncenter" width="1600"] ছবিঃ ইন্টারনেট[/caption]
“কোন অবস্থাতেই আপনি একজন খেলোয়াড়ের এমন সমালোচনা করতে পারবেন না, যে মেসির সমালোচনা করে সে আসলে ফুটবল সম্পর্কে কিছুই জানে না।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.