সোমবার সকালেই মুম্বাইয়ের এক হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার হয়েছে জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণের। কমলাপুরের টার্ফের ফাঁদে পড়ে ইঞ্জুরি হওয়া তপুর মাঠে ফিরতে সময় লাগবে প্রায় ৮-৯ মাস। আর এতেই মিস করছেন এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ। প্রভাব পড়বে জাতীয় দলেও, খেলতে পারবেন না এশিয়ান কাপের বাছাইপর্বের মত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে।
তপুর মতই বড় ধরণের ইঞ্জুরিতে পড়েছেন আবাহনী লিমিটেড ও জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। গত নভেম্বরে শ্রীলঙ্কা সফরে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া হৃদয়ও ইঞ্জুরিতে পড়েছেন কমলাপুরের বাজে টার্ফের ফাঁদে পড়েই। স্বাধীনতা কাপে খেললেও খেলতে পারেননি ফেডারেশন কাপে। দেশে এই ইঞ্জুরির তেমন চিকিৎসা না পাওয়ায় হৃদয় যাচ্ছেন ভারতের বেঙ্গালুরুতে।
[caption id="attachment_63693" align="aligncenter" width="720"] মোহাম্মদ হৃদয়। ছবি - ফেসবুক[/caption]
স্বাধীনতা কাপের ফাইনালে চোট পান হৃদয়। তার চোটের ধরনটা একটু ভিন্ন। ডান পায়ের কাফ পেশিতে ‘পেরোনিল নার্ভ’–এর চোটে ভুগছেন তিনি। বেঙ্গালুরুতে যাওয়ার ব্যাপারে হৃদয় বলেন, "আমি যে চোটে পড়েছি, তার কোনো ভালো চিকিৎসা নেই বাংলাদেশে। তাই এই মাসের ২৬-২৭ তারিখে বেঙ্গালুরুতে যাব।"
অস্ত্রোপচারের প্রস্তুতি নিয়েই সেখানে যেতে হচ্ছে হৃদয়কে। ক্লাবের ফিজিও শাহাদাত হোসেন বলেন, "বেঙ্গালুরুর এক নিউরো সার্জনের কাছে হৃদয়ের চোটের ভিডিও পাঠানো হয়েছিল। বলেছেন সার্জারির প্রয়োজন হতে পারে। আমরা সে প্রস্তুতি নিয়েই বেঙ্গালুরু যাচ্ছি।"
[caption id="attachment_63689" align="aligncenter" width="720"] মুম্বাইয়ে অস্ত্রোপচার সম্পন্ন হরেছে তপু বর্মণ। ছবি - ফেসবুক[/caption]
ঝুঁকিপূর্ণ টার্ফে খেলে ইঞ্জুরিতে পড়েছেন আরো বেশ কয়েকজন ফুটবলার। এদের মধ্য বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথান ফার্নান্দেজ অন্যতম। ইঞ্জুরি গুরুতর হওয়ায় এ মৌসুমে কিংসের হয়ে খেলা হচ্ছে না তার। এছাড়া কমলাপুরের টার্ফে খেলে ইঞ্জুরিতে পড়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তারিক কাজী, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ, সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রিয়াদুল ইসলাম রাফি সহ বেশ কয়েকজন ফুটবলার।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.