প্যারাগুয়ের জালে ‘এক হালি’ গোল দিয়ে জয়ে ফিরলো ব্রাজিল
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২, রাত ৩:১২ সময়
ছবিঃ টুইটার
বিশ্বকাপ বাছাইপর্বে টানা নয় ম্যাচে জিতে রীতিমতো উড়ছিল ব্রাজিল। গত বছর অক্টোবরে উড়ন্ত তিতের সেই দলকে রুখে দেয় কলম্বিয়া। হামেস রদ্রিগেজদের মাঠে ড্র করার পর সবশেষ চার ম্যাচের ২টিতেই পয়েন্ট হারায় সেলেসাও বাহিনী। গেল ম্যাচেও শুরুতে এগিয়ে শেষদিকে গোল খেয়ে ইকুয়েডরের কাছে পয়েন্ট হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খোঁজা ব্রাজিল জয়ে ফিরেছে। দেশের মাঠেই প্যারাগুয়ের সাথে ছেলেখেলা করেছে তিতের দল। গোটা ম্যাচে সফরকারীদের কোন সুযোগ না দিয়েই বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ১২তম জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
[caption id="attachment_64619" align="aligncenter" width="740"] ছবিঃ টুইটার[/caption]
আজ (বুধবার) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। শুরুতেই রাফিনহার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতি পর ব্যবধান বাড়ান ফিলিপ কৌতিনিয়ো। শেষদিকে, দুই মিনিটে ব্যবধানে অ্যান্টনি ও রদ্রিগোর গোলে হালি পূর্ণ করে স্বাগতিকরা।
বেলো হরিজেন্তে জয়ে ফিরতে মরিয়া ব্রাজিল গোটা ম্যাচেই একচ্ছত্র দাপট দেখায়। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল নিজেদে পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল তিতের দল। পুরো ম্যাচে ২২টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। বিপরীতে, প্যারাগুয়ের ৬ শটের ২টি ছিল লক্ষ্যে।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। দানি আলভেজে পাস থেকে বল পেয়েছিলেন রাফিনহা। তিনজনকে পাশ কাটিয়ে তার নেওয়া শট বল পোস্টে চুমু খেয়ে জালেও সুইং দেয়। কিন্তু, রেফারি ভিএআর দেখলে হাতে লাগায় গোল বাতিল করে দেয়।
[caption id="attachment_64620" align="aligncenter" width="678"] ছবিঃ টুইটার[/caption]
১৬তম মিনিটে ভিনিসিউসের ক্রসে ফের বল পান রাফিনহা। তবে, এবার ক্রসবারের বাহিরে পাঠিয়ে দেন তিনি। ১২ মিনিট পর তাঁর গোলেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ২৮তম মিনিটে থ্রু থেকে মার্কুইনোসে বল প্যারাগুয়ের ডি-বক্সে পান রাফিনহা। সেখান থেকে ক্ষিপ্র গতির শটে বল জালে পাঠিয়ে দেন লিডস ইউনাইটেড ফরোয়ার্ড। প্রথমার্ধে আরও গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।
বিরতির পর মাঠে ফিরে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। যার ফলও আসে তাড়াতাড়ি। ম্যাচের ৬২তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান বাড়ান তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনয়ো। মার্কুইনোসের পাস থেলে প্যারাগুয়ের ডি-বক্সে বাহির থেকে চোখধাঁধাঁনো গোলটি করেন অ্যাস্টন ভিলা মিডফিল্ডার। ব্রাজিলের জার্সি গায়ে ৪৬৩ দিন পর গোলের দেখা পেলেন ২৯ বছর বয়সী এই তারকা।
ম্যাচে ফিরতে মরিয়া প্যারাগুয়ে সুযোগ বুঝে আক্রমণ বাড়ায়। তবে, ব্রাজিলের রক্ষণদুর্গে চিড় ধরাতে পারেনি দলটি। উল্টো, শেষদিকে আরও দুই গোল হজম করে সফরকারীরা। ম্যাচের ৮৬তম মিনিটে এভারটনের পাস থেকে অ্যান্টানিও দুর্দান্ত গোল করার পর ৮৮তম মিনিটে রিয়াল তারকা রদ্রিগো হালি পূর্ণ করেন।
[caption id="attachment_64621" align="aligncenter" width="2560"] ছবিঃ টুইটার[/caption]
তরুণ এই ফরোয়ার্ডের গোলে যোগানদাতা ছিলেন সদ্য লিঁও থেকে নিউক্যাসেল ইউনাইটেড যোগ দেওয়া ব্রুনো গুইমারিয়াস। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল তিতের দল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে নয়ে আছে প্যারাগুয়ে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.