আর্জেন্টিনার জয়ে গোল করে মেয়ের জন্মদিন উদ্যাপন মার্টিনেজের
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২, সকাল ৬:৯ সময়
ছবিঃ ইন্টারনেট
সব ম্যাচে দল মন ভরানো ফুটবল খেলেছে কিংবা সব সময় যে জয় এসেছে, তা নয়। কিন্তু সকল পরীক্ষাতেই অপরাজিত থেকে গেছে দল। সেই ২০১৯ সালে হারের পর আর হারেনি দলটি। এর মধ্যে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে জিতেছে বড় শিরোপা-কোপা আমেরিকা। পাঁচ ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করে ফেলেছে কাতার বিশ্বকাপে খেলা। আর্জেন্টিনার পথচলা যেন স্বপ্নের মতোই যাচ্ছে।
পিএসজির অনুরোধে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। সাতবারের বর্ষসেরা এ ফুটবলারের অভাবে গেল ম্যাচে চিলি বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতে এসেছে, এবার ঘরের মাঠে কলম্বিয়া বাধাও টপকে গেছে লিওনেল স্কালোনির দল। দুই ম্যাচেই আর্জেন্টিনার জয়ে ভূমিকা ছিল লাউতারো মার্টিনেজের।
[caption id="attachment_64636" align="aligncenter" width="1920"] ছবিঃ ইন্টারনেট[/caption]
আর্জেন্টিনার জার্সি গায় জড়ানোর পর নিয়মিতই গোল পাচ্ছেন মার্টিনেজ। তবে, আজকের গোলটিই বোধহয় ইন্টার তারকার জন্য‘ বিশেষ কিছু’ ছিল। কারণ আজ ছিল তাঁর কন্যার জন্মদিন। মেয়ের জনদিন তাই গোল করেই উদ্যাপন করলেন ইন্টার মিলান তারকা।
ম্যাচের বয়স যখন ২৯ মিনিট বাঁ প্রান্ত থেকে মার্কোস আকুনার নিখুঁত ক্রসটা ২২ বছর বয়সী এই তারকার একদম পায়ের ওপর পড়ল। ইন্টার মিলান তারকা বাঁ পায়েই বলটা রিসিভ করে আলতো টোকায় একটু সামনে ফেলে শট নিলেন ওই পায়েই। দুর্দান্ত ফিনিশিং এ দারুণ গোল!
গোল পেয়ে পেয়ে দৌড়ে মাঠের বাইরে গিয়ে দর্শকদের সঙ্গে উদ্যাপন শেষে জার্সিটা তুলে ধরলেন মার্টিনেজ। জার্সির ভিতরে গেঞ্জিতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন কন্যা, তোমায় ভালোবাসি।’
[caption id="attachment_64616" align="aligncenter" width="1280"] ছবিঃ টুইটার[/caption]
গত বছরের ১ ফেব্রুয়ারি লাউতারো মার্টিনেজের ঘত আলো করে এসেছে কন্যাসন্তান নিনা। মেয়ের প্রথম জন্মদিনে-ই দেশের হয়ে গোল করে উদ্যাপন করলেন ইন্টার তারকা। এর চেয়ে বড় উদ্যাপন আর কি হতে পারে!
বিশ্বকাপ বাছাইয়ে লাউতারো মার্টিনেজের এটি সপ্তম গোল ছিল। আকাশী-নীল জার্সি গায়ে সবশেষ ছয় ম্যাচে চার গোল করলেন ২৪ বছর বয়সী এই তারকা। সবমিলিয়ে আর্জেন্টিনার জার্সিতে ৩৭তম ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়ালো ১৯টি।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.