লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের সাথে গোলশূন্য ড্র ও চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের তিক্ত স্বাদ নিয়ে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বানাব্যুতে' শনিবার রাতে লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধে তেমন একটা সুবিধা করতে না পারলেও রিয়াল মাদ্রিদের ভয়ংকর রূপ দেখা মেলে ম্যাচের দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে তাদের আট শটের মাত্র দুটি ছিল লক্ষ্য আর দ্বিতীয়ার্ধে নেওয়া ১৫ শটের সাতটিই ছিল লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করার ফলও হাতেনাতে পেয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে গোলের দেখা পান আক্রমণভাগের তিনজনই। যার শুরুটা হয় ম্যাচের ৬৩তম মার্কো আসেনসিওয়ের দূর্দান্ত এক গোলে। সর্তীথ বেনজেমার কাছ থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে দূরের পোস্টের ওপরের দিকে বল জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড।
[caption id="attachment_66475" align="aligncenter" width="1296"] ছবিঃ টুইটার[/caption]
এই আসেনসিও'র ভুলেই ৬১তম মিনিটে বিপদে পড়তে বসেছিল রিয়াল।তার দুর্বল ব্যাকপাস ধরে গোলমুখ থেকে শট নেন পেরে পন্স,তবে তা লক্ষভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা।
৫৪ মিনিটে গোল মিস করা বেনজেমা ৭৬তম মিনিটেও পেতে পারতেন গোলের দেখা। তবে এবার তার নেওয়া শট লাগে গোলপোস্টে।
ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
ম্যাচের যোগ করা সময়ে প্রতিপক্ষের ডি বক্সে রিয়ালের রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি লাভ করে দল। পেনাল্টি থেকে ঠান্ডা মাথার নিখুঁত ফিনিশিংয়ে চলতি মৌসুমে লিগে নিজের ১৮তম গোলটি করে ম্যাচের স্কোরলাইন ৩-০ করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
[caption id="attachment_66476" align="aligncenter" width="1024"] ছবিঃ টুইটার[/caption]
২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৭। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া। ২৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আলাভেস।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.