বান্ধবীকে নগ্ন ছবি পাঠিয়ে বিপাকে আর্জেন্টাইন তারকা!
নিউজ ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২২, দুপুর ৪:৩ সময়
ছবিঃ ইন্টারনেট
গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অজেয় যাত্রাপথ ২৯-এ নিয়ে গেল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের সবশেষ দু ম্যাচেই স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইতালিয়ান ক্লাব আটালান্তার গোলরক্ষক হুয়ান মুসো।
আর্জেন্টিনার বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান গোলরক্ষক হচ্ছেন মুসো। ফর্মে তুঙ্গে থাকা গোলরক্ষক এমি মার্টিনেজের পর ২৭ বছর বয়সী এই গোলরক্ষকের উপরই আস্থা বেশি আর্জেন্টিনা কোচের। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুইটিতে যথারীতি আর্জেন্টিনার একাদশে ছিলেন এমি মার্টিনেজ, বেঞ্চেই বিশ্রাম করেছেন মুসো।
[caption id="attachment_65064" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
বিশ্বকাপ বাছাইয়ে দেশের প্রতিনিধিত্ব করার পর সব ফুটবলারই নিজেদের ক্লাবে ফেরা শুরু করেছে। এর মধ্যে বাদ পড়েননি মুসো। সিরি'আ ক্লাব আটালান্তার খেলার জন্যই ইতালিতে গিয়েছিলেন আর্জেন্টিনার এ গোলরক্ষক। সেখানে বাড়িতে গিয়েই চমকে যান তিনি।
ইতালির বের্গামোয় নিজের বাড়ি ফেরার পর রীতিমতো চমকে যান মুসো। ঘরে ঢুকেই তিনি দেখতে পান, তার বান্ধবী তাকে চমকে দেওয়ার জন্য বিশাল কান্ড করে ফেলেছে। বান্ধবী আনা আরিয়াদো লাল রংয়ের বেলুনে পুরো শোবারঘর সাজিয়ে রেখেছেন।
বান্ধবীর এমন ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন হুয়ান মুসো। আনা আরিয়াদো আর্জেন্টাইন এই তারকাকে এতটাই মুগ্ধ করেছিলেন যে, আবেগবশত বান্ধবীকে ধন্যবাদ জানাতে গিয়ে মস্ত বড় ভুল করে বসেন মুসো।
আর্জেন্টাইন গোলরক্ষক ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া "আমি তোমাকে ভালোবাসি" লেখা সেই লালরংয়ের বেলুনগুলির ছবি তুলে ইনস্টাগ্রাম পোষ্ট করেন। অঘটন ঘটে যায় তখনই। ছবিতে দেখা যাচ্ছে মুসোর নগ্ন ছবি!
[caption id="attachment_65065" align="aligncenter" width="1080"] ভুল বুঝতে পেরে জামাকাপড় পরে ছবিটি পোষ্ট করেন মুসো। ছবিঃ ইন্টারনেট[/caption]
মূলত, বান্ধবীর ‘উপহার’ পাওয়া বেলুনের ছবিগুলো তোলার সময় মুসো খেয়ালই করেননি তার সামনেই একটি আয়না ছিলো। আর এই আয়নার প্রতিফলনেই আর্জেন্টাইন তারকার প্রায় তিন লাখ ইনস্টাগ্রাম অনুসারী দেখে ফেললেন তার নগ্ন ছবি!
যদিও খানিক পরই নিজের ভুল বুঝতে পারেন হুয়ান মুসো। আগের ছবি ডিলিট করে জামাকাপড় পড়ে ফের নতুন করে ছবি তুলে একই ছবি আবারও পোষ্ট করেন তিনি। তবে, ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। নেট দুনিয়ায় এখন ভাসছে আর্জেন্টাইন তারকার নগ্ন ছবি!
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.