সবমিলিয়ে ফরাসি লীগ ওয়ানে নিজেদের সবশেষ ৩২ ম্যাচে মাত্র একটি হার ছিল পিএসজির। তার উপর গত নভেম্বরে ঘরের মাঠে নঁতেকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও ছিল প্যারিসের ক্লাবটির। কিন্তু, তাতেও কোন লাভ হলো না মাউরিসিয়ো পোচেতিনোর দলের। নেইমারের পেনাল্টি মিসের রাতে প্রতিপক্ষের মাঠ থেকে বড় হার নিয়ে বাড়ি ফিরেছে প্যারিসিয়ানরা।
আজ (শনিবার) প্রতিপক্ষের মাঠে লীগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে হেরেছে পিএসজি। নঁতের হয়ে গোল তিনটি করেছেন কলো মাউনি, কুয়েন্টিন মার্লিন ও লুডোভিক ব্লাস। পিএসজির হয়ে একমাত্র গোলটি করেছেন নেইমার।
[caption id="attachment_66453" align="aligncenter" width="1080"] ছবিঃ টুইটার[/caption]
প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পিএসজি। গোটা ম্যাচে ৭২ শতাংশ বল দখলের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল সফরকারীরা। পুরো ম্যাচে ১৬টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রাখে মেসি-নেইমার-এমবাপ্পেরা। বিপরীতে, ১৩ শটের ৭টি লক্ষ্যে রাখে নঁতে।
লিগ ওয়ানে ঘরের মাঠে সবশেষ ৯ ম্যাচের ৬টিই জেতা নঁতে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায়। মোজেস সিমোনের পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন কলো মাউনি। পিএসজির কিছু বুঝে উঠার আগেই ১২ মিনিট পর ব্যবধান বাড়ান কুয়েন্টিন মার্লিন। বুকারির পাস থেকে গোলটি করেন তিনি।
২ গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। কিন্তু ম্যাচে ফিরতে পারেনি মাউরিসিয়ো পোচেতিনোর দল। উল্টো বিরতির আগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিক নঁতে। প্রথমার্ধের যোগ করা সময়ে সফল স্পটকিকে গোলটি করেন লুডোভিক ব্লাস। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ে পিএসজি।
বিরতির পর মাঠে ফিরে নিজেদের মেলে ধরার চেষ্টা করে মেসি-নেইমার-এমবাপ্পেরা। ম্যাচের ৪৭তম মিনিটে ব্যবধান কমান নেইমার। লিওনেল মেসির পাস থেকে গোলটি করেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৫৮তম মিনিটে আবারও গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি।
[caption id="attachment_66454" align="aligncenter" width="2560"] ছবিঃ টুইটার[/caption]
কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। কিন্তু স্পটকিকে ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট ঠেকিয়ে দেয় নঁতে গোলরক্ষক। ম্যাচের বাকি সময় আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। ফলে ফরাসি লিগে ১৫ ম্যাচ পর হারের মুখ নিয়ে বাড়ি ফিরল প্যারিসের ক্লাবটি।
হারলেও শীর্ষস্থান অটুট আছে পিএসজির। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে দলটি। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মার্শেইর পয়েন্ট ৪৬। ২৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে আসলো নঁতে।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.