করোনা পরিস্থিতি আর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আতশবাজির রঙ্গিন আলোয় অবশেষে পর্দায় উঠেছে বেইজিং অলিম্পিকসের। শীতকালীন অলিম্পিক ২০২২ আসরে থাকছে ৯০টি দেশের প্রায় ২ হাজারের অধিক অ্যাথলেট। সবমিলে এবার ১৫ ডিসিপ্লিনের ১০৯টি ইভেন্টে হবে পদকের লড়াই।
আজ (শুক্রবার) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শীতকালীন অলিম্পিকসের উদ্বোধন ঘোষণা করেছে। বৈশ্বিক করোনা মহামারীর প্রতিকূলতা ও মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে কয়েকটি দেশের কূটনৈতিক বয়কটের মধ্যেই পর্দা উঠল এবার বেইজিং শীতকালীন অলিম্পিকসের।
[caption id="attachment_64947" align="aligncenter" width="1280"] ছবিঃ সংগৃহীত[/caption]
সন্ধ্যায় চীনা প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ চীনের বিখ্যাত বার্ডস নেস্ট স্টেডিয়ামে প্রবেশ করলে শীতকালীন বেইজিং শীতকালীন অলিম্পিকসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বেইজিং অলিম্পিকস বর্জন করলেও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্বের বিশটির মতো দেশে রাষ্ট্রনায়করা। নিজের কথা রাখতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
[caption id="attachment_64946" align="aligncenter" width="600"] ছবিঃ সংগৃহীত[/caption]
২০০৮ সালে বেইজিংয়ে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিকসের জমকালো আয়োজন হয়েছিল। গত বছর এখানেই নানা প্রতিকূলতার মাঝে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক। এবার শীতকালীন অলিম্পিক এরও আয়োজন করছে দেশটি। ইতিহাসে এবারই প্রথম কোনো শহর গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই রকম আসরেরই আয়োজন করল।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.