ইতিহাসের সেরা র্যাংকিংয়ে মানেরা, আর্জেন্টিনার উন্নতি, পয়েন্ট কমেছে ব্রাজিলের
নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২২, দুপুর ১২:৫২ সময়
ছবিঃ ইন্টারনেট
আগে দুবার ফাইনালে উঠেও স্বপ্ন পূরণ করতে পারেনি সেনেগাল। আরও একদফা সে সুযোগ পেয়েছিল দলটি। তবে, এবার আর কোনো ভুল হয়নি। শিরোপা নিয়েই টুর্নামেন্ট শেষ করেছে আলিউ সিসের দল।
গত রোববার রাতে আফ্রিকা কাপ অব নেশন্সের মহা ফাইনালের ম্যাচটি টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে সেনেগাল। ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর গড়িয়েছিলো ভাগ্যে পরীক্ষায়। আর সেখানেই বাজিমাত করে সাদিও মানেরা।
[caption id="attachment_65551" align="aligncenter" width="1200"] ছবিঃ ইন্টারনেট[/caption]
আফ্রিকা কাপ অব নেশন্সে ইতিহাসে সর্বাধিক ছয়বার টাইব্রেকারে জেতা মিশরকে হারিয়ে শিরোপা জিত নেয় তেরেঙ্গার সিংহরা। প্রতিযোগিতায় ২০০২ এবং সর্বশেষ ২০১৯ আসরের রানার্স-আপ দলটি তৃতীয় চেষ্টায় ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি।
আফ্রিকা সেরা হওয়ার প্রতিদান পাওয়া শুরু করেছে সেনেগাল। এরই মধ্যে, বিশ্ব ফুটবল র্যাংকিংয়ে নিজেদের ইতিহাসের সেরা অবস্থায় উঠে এসেছে দলটি। বৃহস্পতিবার ২০২২ সালের প্রথমবার প্রকাশিত হয়েছে ফিফা র্যাংকিং। সেখানে দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে আছে সেনেগাল। সাদিও মানেদের আগের সেরা অবস্থান ছিল ২০তম। আফ্রিকার দেশগুলির মধ্যেও এখন র্যাংকিংয়ে সবার উপরে আছে দলটি।
[caption id="attachment_65552" align="aligncenter" width="1000"] ছবিঃ ইন্টারনেট[/caption]
আন্তর্জাতিক ফুটবলে রীতিমতো অপ্রতিরোধ্য আছে আর্জেন্টিনা। সবমিলিয়ে নিজেদের সর্বশেষ ২৯ ম্যাচই অপরাজিত আছে দলটি। নিজেদের শেষ দুটো ম্যাচও জয় পেয়েছে আকাশী-নীলরা। ফলে, এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছে লিওনেল স্কালোনির দল।
ফিফা র্যাংকিংয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা বেলজিয়ামের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল ব্রাজিল। তিতের দল এর বড় সুযোগ ছিলো জানুয়ারি-ফেব্রুয়ারির দু ম্যাচ জিতে ফের র্যাংকিংয়ের চূড়ায় উঠার।
কিন্তু, এবার ইকুয়েডরের মাঠে ড্র করে বেশকিছু পয়েন্ট হারিয়েছে দলটি। ফলে, ব্রাজিলের কোন উন্নতি তো হয়নি; বরং আরও পয়েন্ট কমেছে। সেলেসাওদের পয়েন্ট ছিলো ১৮২৬.৩৫, বর্তমানে তা ১৮২৩.৪২। তাই যথারীতি শীর্ষেই থাকলো বেলজিয়াম।
[caption id="attachment_65553" align="aligncenter" width="1200"] ছবিঃ ইন্টারনেট[/caption]
এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড। আর কোন ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়ে ১১তে এসেছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স আছে তিনে। ইউরো জয়ী ইতালির অবস্থান ছয়ে। বাংলাদেশের অবস্থান ১৮৭তম।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.