চলতি বছরের মার্চে ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। গত আসরে পাঁচটি দেশ অংশ নিলেও এবার আর্জেন্টিনা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশ অংশ নেয়ার কথা রয়েছে। তবে এবারও অংশ নেবে না ভারত।
আগামী ৫-১৮ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ১২টি দেশকে আমন্ত্রণও জানিয়ে কাবাডি ফেডারেশন।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, "আমরা নেপাল, শ্রীলংকা, ইরান, কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক ও মিসরকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকটি দেশ অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে।"
তিনি আরো যোগ করেন, "আর্জেন্টিনা খেলবে বলে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। তাদের কিছু সমস্যা আছে। অনেক দূরের দেশ, বিশাল একটা খরচ আছে। তারা এখনো স্পন্সর ফাইনাল করতে পারেনি। তাই মৌখিক সম্মতি পেলেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশের উদ্দেশে বিমান ধরে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
উক্ত টুর্নামেন্টে মালয়েশিয়ার অংশগ্রহণের ইচ্ছা থাকলেও তাদের সরকার এখনও এ ব্যাপারে অনুমতি দেয়নি বলে জানানো হয়েছে ফেডারেশনকে। তাছাড়াও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে জাপান ও থাইল্যান্ড টুর্নামেন্টে খেলবে না বলে জানিয়েছে।
গত বছরের মার্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে অংশ নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ, কেনিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও নেপাল। সে আসরের ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.