শক্তি হারালেও আর্জেন্টিনার মানসিকতা একই থাকে, দাবি ডি মারিয়ার
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২২, দুপুর ৩:৩৫ সময়
ছবিঃ টুইটার
দুর্নিবার, আগ্রাসী, অপ্রতিরোধ্য, হারতে ভুলে যাওয়া একটি দলের নাম এখন আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ হেরেছিল আকাশী-নীলরা। তারপর থেকে হারতেই ভুলে গেছে দলটি। সবমিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত আছে আলবিসেলেস্তেরা।
গেল ম্যাচে আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ম্যাচে চিলি নিজেদের মাঠে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জিততে পারেনি।এবার অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা লিওনেল স্কালোনির দলের অজেয় যাত্রা থামাতে পারেনি কলম্বিয়াও। ঘরের মাঠে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে হামেস রদ্রিগেজদের হারিয়েছে দলটি।
[caption id="attachment_64704" align="aligncenter" width="2048"] ছবিঃ টুইটার[/caption]
নিজেদের অজেয় যাত্রা ২৯-এ নিয়ে গেলেও আজকের জয়ে যেন বেশি স্বস্তি পেয়েছে আকাশী-নীলরা। কেননা দলের বেশকিছু নিয়মিত ফুটবলার ছাড়াই কলম্বিয়ার বিপক্ষে খেলেছে স্বাগতিকরা। চিলির মতো কলম্বিয়ার বিপক্ষে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে পায়নি আল আলবিসেলেস্তেরা। কার্ডের নিয়মে পড়ে ছিল না দলের আরও চার গুরুত্বপূর্ণ সদস্য।
দলের নিয়মিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াও কলম্বিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। তাই দারুণ এই জয়ে স্বস্তি আকাশী-নীল শিবিরে। ম্যাচ শেষ হওয়ার পর দলের অভিজ্ঞ মিডফিল্ডার আনহেল ডি মারিয়া জানালেন, শক্তি হারালেও দলের মানসিকতা একই আছে।
“যেই খেলুক না কেন তাতে (আমাদের পরিকল্পনায়) কিছুই পরিবর্তন হয় না। (দল হিসেবে) আমরা একই রকম থাকি, একই মানসিকতা নিয়ে।”
“আমরা পরিশ্রম করেছি ও ত্যাগ স্বীকার করেছি। আজ (বুধবার) আমরা জানতাম যে কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে এবং আমাদের যা করতে হত আমরা তাই করতে পেরেছি।”
[caption id="attachment_64705" align="aligncenter" width="1080"] ছবিঃ ইন্টারনেট[/caption]
কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিলের সাথে ব্যবধান কমিয়েছে দলটি। বিশ্বকাপ বাছাইয়ে অজেয় আর্জেন্টিনা ১৫ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সাতে আছে কলম্বিয়া।
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.