অবসর নিলেও বিশ্বকাপে মেসিদের সাথে থাকতে চান আগুয়েরো
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২২, সকাল ৭:১২ সময়
ছবিঃ ইন্টারনেট
প্রত্যাবর্তনটা হয়েছিল দুর্দান্ত। চোট কাটিয়ে ফিরেই এল ক্ল্যাসিকোতে গোল করেছিলেন। কিন্তু, এরপরই চলে এলো বড় ধাক্কা। হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ৩০ অক্টোবর মাঠ থেকে উঠে গিয়েছিলেন, সেটা মাঠ থেকে অনেক দূরে রাখবে তা বুঝে ফেলেছিলেন। তাই বলে ফুটবল থেকেই বিদায় নিতে হবে এমনটা বোধহয় নিজেও কল্পনা করেনি সার্জিও আগুয়েরো। গত ডিসেম্বরে আর কোন উপায় না পেয়ে ডাক্তারদের পরামর্শে ৩৩ বছর বয়সেই বুট-জোড়া তুলে রাখার ঘোষণা দিতে হলো আর্জেন্টিনা স্ট্রাইকারকে।
অথচ, সবকিছু ঠিকঠাক চলছিল। আর্জেন্টিনার হয়ে একসাথে খেলার পর বার্সেলোনায়ও গিয়েছিলেন প্রিয় বন্ধু মেসির সতীর্থ হতে। আর্থিক জটিলতায় লিওনেল মেসি বার্সা ছাড়তে হয়েছে বটে, তবে আর্জেন্টিনার হয়ে ঠিকই খেলে যাচ্ছিলেন দুজন। এমনকি, আকাশী-নীল দলের আসন্ন বিশ্বকাপ দলেও গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কথা ছিল আগুয়েরোর। হৃদরোগের আক্রান্ত হওয়ার এখন সবকিছুই বদলে গেছে।
[caption id="attachment_66340" align="aligncenter" width="700"] ছবিঃ ইন্টারনেট[/caption]
গত দুই বছর ধরেই আন্তর্জাতিক ফুটবলে অপ্রতিরোধ্য দল আর্জেন্টিনা। নিজেদের সবশেষ ২৯ ম্যাচেই কোন হার নেই দলটির। বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকা আলবিসেলেস্তেরা কাতারে টিকিটও ইতোমধ্যে নিশ্চিত করে ফেলেছে। হৃদযন্ত্র ঠিকঠাক কথা বললে মেসিদের সাথে বিশ্বকাপও খেলা হতো আগুয়েরোর।
তবে, খেলোয়াড় হিসেবে খেলতে না পারলেও কাতার বিশ্বকাপে থাকতে চান ম্যানচেস্টার সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যেকোন উপায়েই মেসিদের সাথে কাতারে যেতে চান ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। সম্প্রতি 'রাদিও ১০’–কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী এই কথা জানান।
আর্জেন্টিনার হয়ে ১০১ ম্যাচে ৪১ গোল করা আগুয়েরো জানান, মেসিদের সাথে বিশ্বকাপে যেতে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও প্রেসিডেন্ট চিপি তাকিয়ার সঙ্গেও কথা বলেছেন তিনি।
“আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে আমাদের একটা সভা হবে, আমি সেখানে অংশ নিতে চাই। আর্জেন্টিনার কোচিং দলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে আমার। আমি এ ব্যাপারে স্কালোনি ও চিকি তাপিয়ার সঙ্গে কথা বলেছি। ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে।”
[caption id="attachment_66341" align="aligncenter" width="1000"] ছবিঃ ইন্টারনেট[/caption]
“আমি দলের সঙ্গে থাকতে চাই। অনুশীলনে যেতে চাই ছেলেদের সঙ্গে, ওদের উদ্বুদ্ধ করতে চাই।”
Daily Sportsbd is a sports-based news platform that conveys authentic information and news on sports.