ফুটবল > ক্লাব ফুটবল
অ্যাতলেটিকোর বিপক্ষেও রোনালদোর ‘হ্যাট্রিক’ দেখতে চান ইউনাইটেড কোচ
টটেনহ্যাম হটস্পারের মতো পারফরম্যান্স অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষেও করবেন রোনালদো, এমনটাই আশা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ র্যাঙ্গনিকের।

![FB_IMG_1647334248689.jpg [ FB_IMG_1647334248689.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/03/15/0a3173f2cc107807df6a8be0ffed592ed1fb1ca1.jpg)
সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একের পর এক ব্যর্থতায় সামনের বছর উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলা অনিশ্চিত হয়ে গেল রেড ডেভিলদের। এমন অবস্থায়, লিগের বর্তমান সময়ে অন্যতম ইনফর্ম দল টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দিয়েছে রালফ র্যাঙ্গনিকের দল।
নতুন কোচ অ্যান্টানিও কন্তের অধীনে বদলে যাওয়া স্পার্সদের বিপক্ষে উত্তেজনা ঠাসায় ম্যাচটির জয়ে নেপথ্যের কারিগর ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত হ্যাট্রিকেই ৩-২ গোলের রোমাঞ্চ ছড়ানো জয় পায় ইউনাইটেড।
ঘরের মাঠে স্পার্স বধে পর এবার আরও বড় পরীক্ষা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে শেষ ষোলোর দ্বিতীয় পর্বে-ই জয়ের কোন বিকল্প নেই রেড ডেভিলদের। আগের ম্যাচে স্পেনে গিয়ে হেরে আসায় যেকোন মূল্যেই জয় চাই তাদের।
দলের এমন কঠিন অবস্থায় আবারও জ্বলে উঠবেন রোনালদো এমনটাই আশা করেছেন ইউনাইটেডের কোচ রালফ র্যাঙ্গনিক। ইউনাইটেড এই কোচের আশা, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের মতোই পারফর্ম করবেন দলের সেরা তারকা। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানান তিনি।
“টটেনহ্যামের বিপক্ষে তাঁর (রোনালদো) পারফরম্যান্স ভালো ছিল। আগামীকাল (মঙ্গলবার) রাতেও তার তেমন পারফরম্যান্সই আমরা দেখতে চাই।”
“সে ধকল কাটিয়ে উঠতে পারবে কি-না, এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। সে এমন একজন যে সবসময় নিজের শরীরের খেয়াল রাখে। সে জানে তার কী করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “সে আবারও তিনটি গোল করতে পারবে কী-না, দেখা যাক। এ দলের বিপক্ষে তিন গোল করা মোটেও সহজ নয়।”
অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বরাবরই জ্বলে উঠেন রোনালদো। গত বছর জুভেন্টাসের হয়ে প্রথম পর্বে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয় লেগে হ্যাট্রিক করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। রোজি ব্ল্যাংকোসদের বিপক্ষে সর্বাধিক চারটি হ্যাট্রিক করেছেন তিনি। সব মিলিয়ে স্প্যানিশ দলটির বিপক্ষে ৩৫ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৯ গোল করিয়েছেন পর্তুগিজ মহাতারকা।