![Screenshot_20220402-141406_Gallery.jpg [ Screenshot_20220402-141406_Gallery.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/02/15e34c38d070552674b4e24c802ff099c4d6e836.jpg)
চার বছর ঘুরে বিশ্বকাপ ফুটবল মৌসুম আসবে আর ফেভারিটের তালিকায় ব্রাজিল থাকবে না, সেটা সম্ভবত এখনও পর্যন্ত ঘটেনি। দেশটির মানুষের ফুটবলের প্রতি তুমুল ভালবাসা, আগ্রহ ও আকর্ষণ এবং বিশ্ব ফুটবলে সাফল্য, বিশ্বকাপে অন্যতম ফেভারিটের আসনে বসিয়ে দেয় ব্রাজিলকে।
সবমিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে বেশি পাঁচটি শিরোপা জিতেছে ব্রাজিল। মর্যাদার এই ট্রফিটি পরপর দুবার জয়ী একমাত্র দলটিও সাম্বার দেশটি। এমনকি, ফিফা বিশ্বকাপ ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনটি ফাইনাল খেলার কীর্তিও রয়েছে সেলেসাওদের।
বিশ্বকাপের সবচেয়ে সফলতম দলটির চলতি শতকের অভিজ্ঞতা বেশি ভালো নয়। সবশেষ ২০০২ বিশ্বকাপের মুকুট উচিয়ে ধরার পর খালি হাতেই ফিরছে ব্রাজিল। এমনকি, ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপেও ব্যর্থতার চোরাবালি ডুবছে তারা। সেবার সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারার লজ্জাও পেয়েছে।
সে আর যাই হোক। চার বছর ঘুরে আবারও বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বরাবর মতোই এবারও বিশ্ব সেরা আসরে ফেভারিট হিসেবেই উঠে আসছে ব্রাজিলের নাম। ২০২২ বিশ্বকাপে বাজির দরেও এগিয়ে আছে নেইমাররা।
বিখ্যাত বাজির প্রতিষ্ঠান উইলিয়াম হিলের হিসাবে বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় ব্রাজিলের পক্ষে বাজির দর ৫-১। এরপর আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ১১-২, ইংল্যান্ড ৬-১, স্পেন ১৫-২ ও আর্জেন্টিনা ১১-১, বেলজিয়াম এবং পর্তুগালের দর ১২-১।
শুধুই উইলিয়াম হিল নয়; আরেক বাজির প্রতিষ্ঠান বেটএমজিএমও এগিয়ে রাখছে সেলেসাওদের। এই প্রতিষ্ঠানে বাজির দরও একই ৫-১। নেইমারদের পরই আছে যৌথভাবে ইংল্যান্ড ও ফ্রান্স ১১-২।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে রেকর্ড পরিমাণ পয়েন্ট নিয়ে সরাসরি মূলপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপ মুকুট পুনরুদ্ধারে অভিযানে সেলেসাওরা আছে ‘জি’ গ্রুপে। যেখানে নেইমারদের প্রতিপক্ষ হচ্ছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কাতার বিশ্বকাপ মিশন শুরু হবে। পরের ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে নেইমাররা।