ফুটবল > ক্লাব ফুটবল
মাতাল ছিলাম বলেই ভালো খেলেছি - নেইমার
ব্রাজিল তারকা সুপারস্টার নেইমার সম্প্রতি এক সাংবাদিকের কথার জবাব দিয়েছেন দারুণভাবেই

![neymar_psg_lorient.webp [ neymar_psg_lorient.webp ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/05/6e852f9f0bd1d96671ae8184dbd5e96274933022.webp)
ব্রাজিলিয়ান ফুটবলারদের একটা ধরন আছে, সাম্বার তালে ফুটবলের পাশাপাশি ওদের জীবনযাপনও অনেকটা রঙিন সাম্বার মত। বেশিরভাগ ফুটবলারই তাই অনেক আমুদে জীবনযাপন করেন, ব্যাতিক্রম নন নেইমারও।
ব্রাজিল তারকা সুপারস্টার নেইমার সম্প্রতি এক সাংবাদিকের কথার জবাব দিয়েছেন দারুণভাবেই। আরএমসি স্পোর্টস এর এক সাংবাদিক নেইমারকে নিয়ে মন্তব্য করেছিলেন রিয়াল মাদ্রিদের কাছে হারের পর। গুঞ্জন ছিল, হারের পর নাকি অনুশীলন করাই ছেড়ে দিয়েছিলেন নেইমার।
সেই সাংবাদিক রাইওলো বলেছেন, ‘নেইমার এখন অনুশীলন বলতে গেলে করেই না। খুবই করুণ অবস্থায় আসে অনুশীলনে, প্রায় মাতাল অবস্থায়। এখন এমনই চলছে। পিএসজির ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে তাঁর মধ্যে। ক্লাব ও সতীর্থদের সঙ্গে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে।’
সে সময় এটি নিয়ে কোন মন্তব্য করেননি নেইমার। লরিয়ার বিপক্ষে জোড়া গোল করে সেই কথার জবাব দিয়েছেন নেইমার। সেইসাথে সমালোচকদেরও খোঁচা মেরেছেন নেইমার।
নেইমার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের গোলের ভিডিও পোস্ট করে বলেন,
"আমি মাতাল ছিলাম, এ কারণেই এটা হয়েছে...ওরা তো এখানে এমনটাই বলে।"
(কোটেশন এর অনুবাদ সুত্র: প্রথম আলো)