ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেট
সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শচীন টেন্ডুলকারকে টপকালেন বাবর আজম
ওয়ানডেতে ব্যাটারদের সর্বকালের সেরা র্যাঙ্কিংয়ে শচীন টেন্ডুলকারকে টপকে গেলেন বাবর আজম।

![IMG-20220408-WA0006.jpg [ IMG-20220408-WA0006.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/08/de98c9916d70868e6bbf6e49721e61be9a37bca9.jpg)
ঘরের মাঠে ৪০ বছর পর এবং সবমিলিয়ে ২০ বছর বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাবর আজম। তিন ম্যাচের সিরিজে এক ফিফটি আর দুই সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য বজায় রেখে ব্যাটারদের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নিজের অবস্থানটা আরও মজবুত করেছেন বাবর আজম। যেখানে বর্তমানে পাকিস্তান অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৯১।
আর এর মধ্য দিয়ে সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে ১৫তম স্থানে উঠে এসেছেন বাবর আজম।
ব্যাটারদের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এতদিন ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ছিলেন শচীন টেন্ডুলকার।
আর ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস।
প্রসঙ্গত, সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এখন তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট বাবর আজমের।
৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার ৭ নম্বরে আছেন জাভেদ মিয়াঁদাদ এবং ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে পাকিস্তানের আরেক কিংবদন্তি জহির আব্বাস।