ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেট
লন্ডন থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন ওয়াহাব রিয়াজ
লন্ডন থেকে নির্বাসিত হওয়ার তথ্য ভুয়া: ওয়াহাব রিয়াজ।

![InShot_20220409_191227606.jpg [ InShot_20220409_191227606.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/09/e30c87a30bf75d21425c2ef51a8e2ab02ebe5854.jpg)
আইসিসি স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ইংল্যান্ডের একশো বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরে পাকিস্তানের যে দুই ক্রিকেটার দল পেয়েছেন, তাদের একজন ওয়াহাব রিয়াজ।
দ্য হান্ড্রেড এর এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে পাকিস্তানের অভিজ্ঞ এই পেসারকে দলে টেনেছে ওয়েলস ফায়ার। তবে, ওয়াহাব রিয়াজ সেই টুর্নামেন্টে দল পাওয়ার পরেই গুঞ্জন উঠে, ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে নির্বাসিত করা হয়েছে পাকিস্তানের বাঁহাতি এই পেসার।
সে গুঞ্জনকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানি পেসার জানিয়েছেন, তিনি লন্ডনে ভ্রমণ করেননি, তাই নির্বাসিত হওয়ার কোনো প্রশ্নই উঠে না।
মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এক সময় এ প্রসঙ্গে ওয়াহাব রিয়াজ বলেন,
আমি লন্ডন থেকে কিভাবে নির্বাসিত হতে পারি, যখন আমি সেখানে ভ্রমণও করিনি? আমি আমার পরিবারের সাথে লাহোরে ছিলাম।
আর দ্য হান্ড্রেডের প্রস্তুতি প্রসঙ্গে পাকিস্তানের অভিজ্ঞ এই তারকা পেসার বলেন, তিনি ইংলিশ কন্ডিশন ও বিশেষ এই ফরম্যাটের জন্য মানিয়ে নিতে বেশ ভালো অনুশীলন করছেন। তিনি বলেন,
দ্য হান্ড্রেডের প্রশিক্ষণ চলছে এবং আমার শরীর ভালোভাবে মানিয়ে নিচ্ছে। আমি আত্মবিশ্বাসে পূর্ণ এবং টুর্নামেন্টে ভালো পারফর্ম করার জন্য আমি নিজেকেও সমর্থন করছি।