ফুটবল > আন্তর্জাতিক ফুটবল
ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছে ইএসপিএন, আর্জেন্টিনা বাদ দ্বিতীয় রাউন্ডেই
এমনকি কোন দল কার সাথে কত গোলে জিতবে সেই হিসাবও দিয়েছে ইএসপিএন।

![3213966-65834588-2560-1440.jpg [ 3213966-65834588-2560-1440.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/16/af8978692308608f4a627b8fd5db59ce2dea27c1.jpg)
'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর সাত মাস পরই। এর মধ্যে সব জল্পনা কল্পনার বিশ্লেষন করতে শুরু করেছে ফুটবল বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান। ইএসপিএন সম্প্রতি জানিয়েছে এইবারের বিশ্বকাপ জিততে যাচ্ছে লাটিন দেশ ব্রাজিল।
ব্রাজিলের চির প্রতিদ্বন্দী মেসির আর্জেন্টিনাকে বিদায় বলা হয়েছে দ্বিতীয় রাউন্ডে। নিজেকে ‘পাগল’ দাবি করেছেন ইএসপিএনে বিশ্লেষণটি নিয়ে হাজির হওয়া রায়ান ও’হ্যানলন। এমনকি কোন দল কার সাথে কত গোলে জিতবে সেই হিসাবও দিয়েছে ইএসপিএন।
গ্রুপপর্বের হিসাব:
মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে জিতবে ৩-০ গোলের ব্যবধানে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিততে যাচ্ছে ব্রাজিল। প্রথম রাউন্ডেই বাড় পরবে উরুগুয়ে। ফ্রান্স হতে পারবে না গ্রুপ চ্যাম্পিয়ন, ডেনমার্ক হবে গ্রুপ সেরা।
শেষ ১৬ রাউন্ডের সাক্ষী হবে যারা:
গ্রুপ এ: নেদারল্যান্ডস, সেনেগাল
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি: আর্জেন্টিনা, পোল্যান্ড
গ্রুপ ডি: ডেনমার্ক, ফ্রান্স
গ্রুপ ই: স্পেন, জার্মানি
গ্রুপ এফ: মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড
গ্রুপ এইচ: পর্তুগাল, দক্ষিণ কোরিয়া
দ্বিতীয় রাউন্ডে মেসির আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে ফ্রান্সের কাছে হেরে। দ্বিতীয় রাউন্ডের হিসাব:
নেদারল্যান্ডস ১:২ যুক্তরাষ্ট্র
আর্জেন্টিনা ১:২ ফ্রান্স (অতিরিক্ত সময়ের শেষে)
ডেনমার্ক ১:০ পোল্যান্ড
ইংল্যান্ড ২:০ সেনেগাল
স্পেন ১:০ কানাডা
ব্রাজিল ২:০ দক্ষিণ কোরিয়া
মরক্কো ১:৩ জার্মানি
পর্তুগাল ১:১ সুইজারল্যান্ড (টাইব্রেকারে পর্তুগাল যাবে পরের রাউন্ডে)
এভাবে ফ্রান্স, ব্রাজিল, জার্মানি ও ইংল্যান্ডকে শেষ চারে দেখছে ইএসপিএন। ফাইনাল খেলবে ব্রাজিল ও ইংল্যান্ড, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।