ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
মোহামেডান বদলে মাশরাফির রুপগঞ্জে খেলবেন সাকিব
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সাকিব মাশরাফি খেলবেন এক দলের হয়ে।

![images (69).jpeg [ images (69).jpeg ]](https://img.dailysportsbd.com/storage/2022/04/19/6587f29b1c230be61f3e2d143196a8fba323fd97.jpeg)
জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারদের দলে ভেড়ালেও সুপার লিগে উঠতে না পারায় সাকিব, মিরাজ এবং মুশফিকদের খেলা নিয়ে ছিল সংশয়। তবে, শেখ জামালে পাড়ি জমিয়েছেন মুশফিক ও মিরাজ। শেষ পর্যন্ত সাকিবও খেলবেন অন্য দলের হয়ে। মাশরাফির লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগামী ম্যাচের আগেই সাকিবের যোগ দেবার কথা রয়েছে।
এ ব্যাপারে লিজেন্ড অব রুপগঞ্জ দলের একজনের সাথে যোগাযোগ করলে তিনি ডেইলি স্পোর্টসবিডিকে জানান, মোট চার ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সাকিব। পরবর্তী ম্যাচের আগেই সাকিবের যোগ দেবার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি৷
গত আসরে আলোচিত ছিলেন সাকিব এই ক্লাব ক্রিকেটে। আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারিং নিয়ে মাঠেই বেপরোয়া হয়ে স্ট্যাম্প উপড়ে প্রতিবাদ জানিয়েছিলেন সাকিব আল হাসান। পক্ষে বিপক্ষে অনেক মতেই সাকিবকে অনেকেই মোহামেডানের পোস্টারবয় হিসেবেই দেখছিলেন। সেই সুত্র ধরেই সাকিবকে আবারো চুক্তিবদ্ধ করেছিল মোহামেডান। কিন্তু দল সুপার লিগে না উঠতে পারায় খেলা হচ্ছে না সাকিবের।