ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেট
জয়সূরিয়ার ঘূর্ণিতে ম্লান বাবরের চোয়ালবদ্ধ লড়াই, বড় জয়ে সিরিজ বাঁচালো শ্রীলঙ্কা
এই হারে পাকিস্তানের প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নসশিপ খেলার পথও কঠিন হয়ে গেল।

![20220728_153650.jpg [ 20220728_153650.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/07/28/167aa71d0e99aab193c86c110e518642cabc1f4f.jpg)
শ্রীলঙ্কায় গল টেস্টের পঞ্চন দিনটি ছিলো অনেকটাই প্রবাথ জয়াসুরিয়া ও বাবর আজমকে ঘিরে। স্পিন ঘূর্ণিতে রেকর্ড গড়া বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন জয়াসুরিয়া।
লঙ্কান বাঁহাতি স্পিনারে ছোবলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দলকে নিজে একাই টানলেন বাবর আজম। ধৈর্যশীল ব্যাটিং ও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তানকে একাই ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেনও।
কিন্তু, শেষ পর্যন্ত আর পেরে উঠেননি তিনি। স্বাগতিক দলের রান পাহাড় আর রমেশ-জয়সূরিয়ার ঘূর্ণিতেই বিশাল ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ জয়ও হাতছাড়া করল পাকিস্তান।
আজ (বৃহস্পতিবার) গল আন্তর্জাতিক স্টোডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। চতুর্থ ইনিংসে স্বাগতিকদের দেওয়া ৫০৮ রানের রেকর্ড রান তাড়া করতে নেমে ২৬১ রানেই গুটিয়ে গেছে বাবর আজমে দল। ফের আরও একবার ৫ উইকেট শিকার করে শ্রীলঙ্কার জয়ের নায়ক প্রবাথ জয়সূরিয়া।
বাবর আজমদের হারে দুই দলের দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটি ১-১ সমতায় শেষ হলো। এই হারে পাকিস্তানর প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার পথটাও আরও কঠিন হয়ে গেল।
সিরিজ বাচাতে মরিয়া শ্রীলঙ্কা জয়ের ভিত আগের দিনই গড়েছিল। ধনাঞ্জায়া সিলভার শতকে পাকিস্তানে উপর রানের পাহাড় চেপে দেয় দলটি। যার জবাব দিতে এসে উদ্বোধনী জুটিতে ৪২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ১ উইকেটে হারিয়ে ৮৭ রানে চতুর্থ দিন শেষ করে সফরকারীরা।
পঞ্চম দিনের শুরুটা হয় শ্রীলঙ্কার। দিনের তৃতীয় ওভারেই বিদায় নেন আগের দিন অপরাজিত থাকা ওপেনার ইমাম উল হক। কাট করতে গিয়ে রমেশের বলে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার তালুবন্দি হন তিনি। ৯০ বলে ৪৯ রান আসে তার ব্যাট থেকে।
ইমামের বিদায়ের পর বাবর সঙ্গী হিসেবে পান রিজওয়ানকে। তারা দলের সংগ্রহ বাড়াতে থাকে দ্রুত। প্রথম ঘণ্টাতেই টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরিও পূর্ণ করে ফেলেন বাবর।
নির্বিঘ্নে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার কক্ষপথে যখন ছিল পাকিস্তান, তখনই আসে ধাক্কা। ৬ ওভারের মধ্যে তারা হারায় ৩ উইকেট। প্রবাথের বলের ভাষা পড়তে না পেরে ছেড়ে দিয়ে বোল্ড হন রিজওয়ান। তাতে ভাঙে ১৪১ বলে ৭৯ রানের জুটি।
রিজওয়ান করেন ৬৯ বলে ৩৭ রান। এরপর ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান ফাওয়াদ আলম। প্রবাথের বলেই শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরে আগা সালমানকে ফেরান কুসল মেন্ডিস।
মধ্যাহ্ন বিরতির আগে ড্রয়ের পথেই ছিলো পাকিস্তান। ৬ ওভারের মধ্যে তারা হারায় ৩ উইকেট। এরপরই ঘূর্ণিজাদু দেখান প্রবাথ জয়সূরিয়া। লঙ্কান নতুন ঘূর্ণি জাদু করের বলে বোল্ড আউট হোন রিজওয়ান। তাতে ভাঙে ১৪১ বলে ৭৯ রানের জুটি। রিজওয়ান করেন ৬৯ বলে ৩৭ রান। এরপর ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে যান ফাওয়াদ আলম। প্রবাথের বলেই শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ ধরে আগা সালমানকে ফেরান কুসল মেন্ডিস।
৫ উইকেটে ১৮৮ রান নিয়ে প্রথম সেশন শেষ করা পাকিস্তান বাকি ৫ উইকেট হারায় চা বিরতির আগেই। শুরুটা বাবরকে দিয়ে। তার ১৪৬ বলে ৮১ রানের ইনিংস থামে প্রবাথের বলে এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিলেও পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। মোহাম্মদ নওয়াজ বিদায় নেন রমেশের করা পরের ওভারে।
শেষদিকে হারের ব্যবধান কিছুটা কমান ইয়াসির শাহ। প্রবাথের পঞ্চম শিকার হওয়ার আগে ২৫ বলে ৬ চারে ২৭ রান আসে তার ব্যাট থেকে। হাসান আলির পর নাসিম শাহকেও ঝুলিতে পুরে ম্যাচের ইতি টানেন রমেশ।
শ্রীলঙ্কার হয়ে ১১৭ রান খরচ করে ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টে চতুর্থ ফাইপার নেন স্পিনার প্রবাথ জয়সূরিয়া। দুই ম্যাচের সিরিজে সবমিলিয়ে ২৯ উইকেট শিকার করে সিরিজসেরাও হয়েছেন লঙ্কান এই স্পিন মায়েস্ত্রো।