ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
‘সিরিজ বাঁচানোর’ লড়াইয়ে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
২৭ মাস পর দলে ফিরলেন পেসার হাসান মাহমুদ।

![20220731_165817.jpg [ 20220731_165817.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/07/31/79d48084438ff7353bee2f42c22cafc67f5576ae.jpg)
তারুণ্যে ঠাসা দল নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে এখন ব্যাকফুটে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। তাই, সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই সফরকারীদের।
আজ (রোববার) হারেরেতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো পরীক্ষা। বিকেল পাঁচটায় ফের জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে দলটি। তবে, তার আগে এবারও টসে হারলেন বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিং করার স্বীদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। আগের ম্যাচে ঝলক না দেখাতে পারে বাদ পড়লেম তাসকিন আহমেদ ও নাসুম। ২৭ মাস পর দলে ফিরলেন হাসান পেসার মাহমুদ। তাঁর সঙ্গী হিসেবে দলে জায়গা পেয়েছেন শেখ মেহেদি হাসানও। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে জিম্বাবুয়ে।
• বাংলাদেশ একাদশ
লিটন দাস, মুনিম শাহরিয়ার, এনামুল হক, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান (অধিনায়ক, উইকেটকিপার), মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম