ফুটবল > আন্তর্জাতিক ফুটবল
কলম্বিয়ার স্বপ্নভঙ্গ করে আবারও কোপা আমেরিকা জিতল ব্রাজিল
আসরের সবকটি ম্যাচ জিতে রেকর্ড অষ্টমবার মহাদেশীয় সেরা হলো সেলেসাওরা।

![20220731_092337.jpg [ 20220731_092337.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/07/31/d3555e4a9dfa4056ab236cf46e55e9ba5ab3fcd1.jpg)
নারীদের কোপা আমেরিকার সবচেয়ে সফলতম দল হচ্ছে ব্রাজিল। আগের আট আসরের সবকটি ফাইনাল খেলে সাতবারই চ্যাম্পিয়ন হয়েছিলো দলটি। ফের
এবারও ফাইনাল খেলেছে সেলেসাও মেয়েরা, শিরোপা ও ঘরে তুলে নিয়েছে আসরের সবকটি ম্যাচ জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেই।
আজ (রোববার) নারী কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সাম্বা মেয়েদের হয়ে পার্থক্য গড়ে দিয়েছেন তারকা ফরোয়ার্ড দেবিনহা।
এই নিয়ে প্রতিযোগিতার সবশেষ টানা চারবারের সেরা দল ব্রাজিল। মহাদেশীয় সেরা হওয়ার লড়াইয়ে দলটি শিরোপা জিতল রেকর্ড অষ্টমবার।
স্ত্যাদিও আলফান্সো লোপেজে ফাইনালে এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো ব্রাজিল। গোটা ম্যাচে ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে দলটি। যদিও গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও দাপট ছিলো স্বাগতিক কলম্বিয়ার। পুরো ম্যাচে ২১ শটের ৫টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে, ১৫ শটের ৪টি লক্ষ্যে রাখতে পারে সেলেসাও মেয়েরা।
আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটিতে দুদলই গোল করার সুযোগ মিস করার মহড়া চালায়। স্বাগতিক দর্শকদের পাশে পেয়ে কলম্বিয়াও বেশিই আগ্রাসন চালায়। কিন্তু, গোল নামক সেই সোনার হরিণের দেখা পেয়েছে শুধুই ব্রাজিল।
ম্যাচের ৩৯তম মিনিটে সফল স্পটকিকে সাম্বা মেয়েদের এগিয়ে দেন দেবিনহা। শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্যও গড়ে দেয় গোলটিই। বিরতির পর আর কোন গোল না হলে ১-০ গোলের জয়েই শিরোপা উল্লাসে মেতে উঠে নেইমারদের দেশের মেয়েরা।