ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
লম্বা সময়ের জন্য ক্রিকেটের বাইরে চলে গেলেন নুরুল হাসান সোহান
ইঞ্জুরীর কারনে প্রায় তিন সপ্তাহের বিরতিতে যেতে হচ্ছে সোহানকে

![IMG_20220801_000952.jpg [ IMG_20220801_000952.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/08/01/54a920f591aee20a52bc029cbc517ec9c52d626e.jpg)
আঙ্গুলে ব্যাথা পেয়েছেন নুরুল হাসান সোহান। হাসান মাহমুদের বোলিংয়ের সময় বল ধরতে গিয়ে আঙ্গুল চোট পান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক। এবং এই ইঞ্জুরীর কারনে কমপক্ষে ৩ সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হবে সোহানকে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেন, " আমরা এক্স রে করিয়েছি যেটাতে আঙ্গুলে চিড় ধরা পরেছে। এই ধরনের ইঞ্জুরীতে সচারাচর সেরে উঠতে সপ্তাহ তিনেক সময় লাগে। আপাতত এই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ এবং ওয়ানডে সিরিজে খেলতে পারবেননা তিনি। "
নুরুল হাসান সোহান না খেলতে পারার কারনে দলটির অধিনায়কত্ব কে করবেন সেটি নিয়ে এখনো বিসিবির পক্ষ থেকে কোন সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন লিটন দাসকে দেওয়া হতে পারে শেষ ম্যাচের অধিনায়কত্ব।
বিস্তারিত আসছে....