ফুটবল > ক্লাব ফুটবল
ফুটবল অনিন্দ্য সুন্দর, যেখানে এক সময়ের প্রতিদ্বন্দ্বীরা এক দলের হয়েই শিরোপা উৎসব করে
এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বীরা এখন এক দলের হয়েই শিরোপা উৎসব করছে।

![20220801_095647.jpg [ 20220801_095647.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/08/01/f5cf7a03b60f9d2a7fab7152cb1ee33a774b1a30.jpg)
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনজনই ছিলেন একই অন্যের প্রতিদ্বন্দ্বী। ক্লাবের হয়ে মেসি ও নেইমার একসঙ্গে জুটি বাধলেও জাতীয় দলের হয়ে দুজন খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে।
অন্যদিকে, সার্জিও রামোস মেসি-নেইমার দুজনের ই প্রতিদ্বন্দ্বী ছিলেন। এই জুটি যখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মাঠ মাতাচ্ছেন; কিংবদন্তি এই ডিফেন্ডার তখন ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের কাপ্তান।
ফরাসি ক্লাব পিএসজি চির - প্রতিদ্বন্দ্বী তিনজনকেই এক সুতোয় বাধতে পেরেছে। আগেই বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার।
গত মৌসুমে প্যারিসে ক্লাবটিতে এসেছেন মেসি ও রামোস। এবার, তিনজন প্রথমবার একসঙ্গে গোল করে লীগ ওয়ান চ্যাম্পিয়নদের জেতালেন মৌসুমের প্রথম শিরোপা।
গতকাল (রোববার) ফরাসি সুপার কাপের ফাইনালে নঁতেকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন নেইমার। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এই নিয়ে প্রতিযোগিতাটির রেকর্ড ১১তম চ্যাম্পিয়ন হলো প্যারিসিয়ানরা।