ক্রিকেট > আন্তর্জাতিক ক্রিকেট
বাবরের ঘাড়ের উপর ‘সূর্যের প্রচন্ড উত্তাপ’
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা বাবর আজমের আরও কাছে ভারতীয় ব্যাটার।

![Screenshot_20220803-213349_Chrome.jpg [ Screenshot_20220803-213349_Chrome.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/08/03/ed1a63a874c6b936ab23d75267b9511172ca4389.jpg)
বর্তমান সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটারদের মধ্যে অবিসংবাদিত রাজা বলা হয় বাবর আজমকে। ২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের এই অধিনায়ক। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দীর্ঘদিন ধরেই এক নাম্বর ব্যাটার হয়ে আছন তিনিই।
এইতো কদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দিন ধরে এক নাম্বর ব্যাটার থাকার রেকর্ড গড়েছিলেন। ভেঙে দিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির এক হাজার ১৩ দিন শীর্ষে থাকার অনবদ্য রেকর্ডটি। ১০৬৫ দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাংকিংয়ে এক নাম্বর ব্যাটার হয়ে আছেন পাকিস্তানের তারকা এই ব্যাটার।
বিরাট কোহলির অফফর্মের পর এতদিন হেলেধুলেই টি-টোয়েন্টির এক নাম্বর ব্যাটার হয়ে ছিলেন বাবর আজম। মাঝে স্বদেশী সতীর্থ মোহাম্মদ রিজওয়ান কিছু সময় তাড়া করলেও ধরাছোঁয়ার বাহিরে ছিলেন তিনি।
তবে, সেই আরাম বোধহয় এবার শেষ হচ্ছে পাক অধিনায়কের। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাবরের উপর প্রচন্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য। দুর্দান্ত ব্যাটিং করে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পাক অধিনায়কে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন ভারতীয় ওপেনার সূর্যকুমার যাদব।
আজ (বুধবার) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদে বাবর আজমের খুব কাছে চলে এসেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ওপেনার র্যাংকিংয়ে এগিয়েছেন তিন ধাপ। ৮১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাবরের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছেন তিনি (৮১৬)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিয়ে প্রথম তিন ম্যাচেই ৩৭ গড় আর ১৬৮.১৮ স্ট্রাইক ৩১ বছর বয়সী এই ব্যাটারের ১১১ রান র্যাংকিংয়ে আগানোর পিছনে অন্যতন কারান। উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় ম্যাচেও ৭৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন।
গত বছর ভারতের হয়ে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। টিম ইন্ডিয়ার হয়ে এখন পর্যন্ত ২২ টি-টোয়েন্টিতে ৩৮.১১ গড় ১৭৫.৬০ স্ট্রাইক রেটে রান করে ফেলেছেন ৬৪৮। গত মাসেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা তিনে উঠে আসেন তিনি।
দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের সামনে ভালো সুযোগ আছে বাবর আজমকে ছাড়িয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠার। আগামী ২৮ অগাস্টের আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই পাকিস্তানের। তবে, উইন্ডিজদের বিপক্ষে চলমান সিরিজে ভারতের আছে এখনও দুটো ম্যাচ। এই দুই ম্যাচে ভালো করতে পারলে ১০৫০ দিন পর টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে নতুন কাউকে দেখতে পাবে বিশ্ব!