ক্রিকেট > বাংলাদেশের ক্রিকেট
প্রত্যাবর্তনের দিনে বিজয়ের হয়নি ‘পরাজয়’
তিন বছর পর পছন্দের ওয়ানডে ক্রিকেটে ফিরেই আলো ছড়ালেন ২৯ বছর বয়সী এই ব্যাটার।

![Screenshot_20220805-174506_Chrome.jpg [ Screenshot_20220805-174506_Chrome.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/08/05/85c17ad1803bcf6e115b253f0c8c92e5b5a6b462.jpg)
তিন বছর পর এনামুল হক বিজয়ের জাতীয় দলে ফেরার পিছনে অন্যতম কারণ ছিলো ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে সংস্করণে রেকর্ড গড়া মৌসুম কাটানো।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে বিজয় ইতিহাস গড়ে ১১৩৮ রান করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রান করতে পারেননি আর কেউ।
এর আগে বিপিএলেও ৯ ম্যাচে ১২১ স্ট্রাইকরেট ও ৩১ গড়ে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে প্রায় তিন বছর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
কিন্তু, দীর্ঘদিন পর বিজয়কে জাতীয় দলে ডেকে প্রথমেই খেলতে দেওয়া হয় টেস্ট ক্রিকেট। এরপর টি-টোয়েন্টি সিরিজেও খেলানো হয় তাঁকে। কোন সংস্করণেই বিজয় ছড়াতে পারেননি আলো।
উল্টো, জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও ক্রিকেটের দুই সংস্করণেই বিজয়ের ‘পরাজয়’ তাঁর সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলছিলো। চারদিকে বেশ সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।
অবশেষে, নিজের পছন্দের ৫০ ওভারের সংস্করণ পেয়েই জ্বলে উঠলেন বিজয়। তিন বছর পর এই ফরম্যাটে ফিরে এবার আর ‘পরাজয়’ হয়নি ২৯ বছর বয়সী এই ব্যাটারের। টি-টোয়েন্টি ও টেস্ট ব্যর্থতা কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেই খেলে ফেললেন ৭৩ রানের চোখধাঁধানো ইনিংস।
আজ (শুক্রবার) হারেরেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩০৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের হয়ে টপ অর্ডারের চারজন ব্যাটারই অর্ধশতক করেছেন। তাদের মধ্যে আছেন এনামুল হক বিজয়ও।
তিন বছর পর ওয়ানডে দলে ফিরে বিজয় ৬২ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। মিল্টন শুম্বাকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে দারুণ শটে ছয় মেরে ৪৮ বলেই ক্যারিউয়ারের চতুর্থ অর্ধশতক হাঁকান বিজয়।