ফুটবল > বাংলাদেশ ফুটবল
সাফ জেতা নারী ফুটবলারদের বাড়ি করে দেবার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ পুরস্কার পাচ্ছেন নারী ফুটবলাররা।

![prothomalo-bangla_2022-09_8fb31828-2ec3-48e4-a752-d2d580552503_12.jpg [ prothomalo-bangla_2022-09_8fb31828-2ec3-48e4-a752-d2d580552503_12.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/09/22/41d3a0d12effeff295c2a61f98ded00a8f0ebc8b.jpg)
সাফ জয়ী নারী ফুটবলারদের বাড়ি করে দেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সকল নারী ফুটবলারদের পরিবারের কোন বাড়ি নেই, তাদের জমি কিনে স্ব স্ব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নগদ অর্থ পুরস্কার দেবার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের ঘরের অবস্থা পরিদর্শন করে যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে এসে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পক্ষে ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। তমা গ্রুপের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাফুফের সহ সভাপতি। এছাড়া আরো একটি সংগঠনও ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ নারী ফুটবল দলের প্রায় সকল সদস্য উঠে এসেছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট থেকে। যেটি সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ নারী ফুটবল দলের বেশিরভাগ নারী ফুটবলারই আর্থিক ভাবে তেমন স্বচ্ছল না। বেশিরভাগেরই বসবাসের ভালো উপযুক্ত বাড়িঘর নেই৷ সেই নারীদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বিস্তারিত আসছে....