ফুটবল > আন্তর্জাতিক ফুটবল
রাত পোহালেই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা
চলুন ছবির গল্পে ঘুরে আসা যাক মেসিদের অনুশীলনে

![20220923_195151.jpg [ 20220923_195151.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/09/23/87a32afde5b1c0d7f833a51836143f0e389b66f1.jpg)
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬ টার সময় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হন্ডুরাসের বিপক্ষে আর্ন্তজাতিক ফিফা প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট তালিকায় থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা৷
বিশ্বকাপ যাত্রার আগে মেসিরা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একটি ম্যাচ হন্ডুরাসের বিপক্ষে এবং অন্যটি জামাইকার বিপক্ষে। ম্যাচ দুটির আগে অনুশীলনে সতীর্থরা দারুন সময় কাটাচ্ছেন। অন্তত আর্জেন্টিনা দলের অনুশীলনের ছবিগুলো দেখলেই তেমনটা মনে হয়। চলুন ছবির গল্পে ঘুরে আসা যাক মেসিদের অনুশীলনে।
১/১৪ - অনুশীলনের সময় মাত্র মাঠে আসলেন আর্জেন্টিনার চার অতন্দ্র প্রহরী। ওটামেন্ডি যেন আর্জেন্টিনার রক্ষনভাগের মূল নেতা তা স্পষ্ট এই ছবিতেও৷
২/১৪ - অনুশীলনের ফাঁকে খুব সিরিয়াস কোন কিছু নিয়ে কথা বলছেন লিওনেল মেসি, ডি মারিয়া, ওটামেন্ডি, পারাদেসরা
৩/১৪ - মিয়ামির দারুন ফ্যাসিলিটিজে নিজেদের গা গরমের অনুশীলন করতে ব্যস্ত আর্জেন্টিনার ফুটবলাররা
৪/১৪ - অনুশীলনের এক পর্যায়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা শুনছিলেন এবং দেখছিলেন মেসি, মারিয়া, ওটামেন্ডিরা
৫/১৪ - মাঝমাঠের অন্যতম দুই কান্ডারি লো সেলসো এবং পারাদেস বন্দী ফ্রেমে
৬/১৪ - ওটামেন্ডি যেন আর্জেন্টিনার রক্ষনভাগের মূল নেতা তা স্পষ্ট এই ছবিতেও৷
৭/১৪ - আর্জেন্টিনার অনুশীলনে সময়টা দারুন উপভোগ করছেন লিওনেল মেসি
৮/১৪ - ডি পলকে বলা হয় মেসির সবথেকে বড় সৈনিক। মেসিভক্ত ছেলেটা যেন পিছু ছাড়েননা লিওর
৯/১৪ - আর্জেন্টাইন ডিফেন্স রোমারোর সাথে যুব দলের ফুটবলাররা
১০/১৪ - পাপু গোমেজের সামনে অনুশীলনে সিরিয়াস মুডে মেসি
১১/১৪ - ডি মারিয়া আর লো সেলসোকেই বিশ্বকাপে প্রতিপক্ষের মাঝমাঠ গুড়িয়ে দিয়ে গোল আদায় করবার পাশাপাশি মাঠের রাজত্ব নিতে হবে।
১২/১৪ - ওয়ান টু ওয়ান পাসের অনুশীলনে ব্যস্ত আর্জেন্টাইন ফুটবলাররা
১৩/১৪ - স্কিল ট্রেনিং এবং গা গরমের অনুশীলন করাচ্ছিলেন লিওনেল স্কালোনি। এই কোচ আমুল বদলে দিয়েছেন আর্জেন্টিনাকেই।
১৪/১৪ - এই হাসি যেন আর্জেন্টাইনদের আত্মবিশ্বাসের সমার্থক ইঙ্গিত বহন করে।