'মেসি' ফোবিয়া আতঙ্কে ক্রোয়েশিয়া!
ম্যাচ পূ্ব সংবাদ সম্মেলনে ক্রোয়েটদের বক্তব্য কিছুটা তারই ইঙ্গিত দিচ্ছে

![prothomalo-bangla_2022-12_320a0f68-0a98-41d3-812b-4b88d6ff4ffd_5a20f4c7-c680-4f93-8c24-3092ad960d8b.jpeg [ prothomalo-bangla_2022-12_320a0f68-0a98-41d3-812b-4b88d6ff4ffd_5a20f4c7-c680-4f93-8c24-3092ad960d8b.jpeg ]](https://img.dailysportsbd.com/storage/2022/12/13/db80f9efd32a8d91fe3ef0592d21452abb469293.jpeg)
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো চোভিক জানিয়েছিলেন, " মেসিকে মার্ক না করে পুরো আর্জেন্টিনা দলটাকে নিয়েই ভাবছি আমরা। " ক্রোয়েশিয়ার মাথা ব্যাথার কারনটা কি তা বোঝা যাচ্ছে এই কথাতেই। ক্রোয়েটরা শুধু মেসিকে নিয়ে খুব বেশি ভাবতে চাননা। নিজেদের চাপ কমাতেই সংবাদ সম্মেলনে কিছুটা মেসি কেন্দ্রিক না হবার বাতাস ছড়িয়ে দিলেন।
যে কোন দলের জন্য মেসি বড় মাথা ব্যাথার কারন। মেসিকে মার্ক করতে তিনজন বা চারজন ফুটবলার ব্যস্ত থাকেন। আর এতেই আর্জেন্টিনার উইং কিংবা গুরত্বপূর্ণ পজিশনের ফুটবলাররা আনমার্ক থেকে যান। আর সেখানেই বাজিমাত করে আর্জেন্টিনা। আর তাই সেমিফাইনালে শুধু মেসিকে নিয়ে ভাবতে চাননা ক্রোয়েশিয়ার ফুটবলাররা।
দলে লিওনেল মেসির মত কেউ একজন থাকা মানে যে বাড়তি একটা সুবিধা, অন্য দল থেকে এগিয়ে থাকা সেটা তো আর আলাদা করে বলার কিছু নাই। লিওনেল মেসি সম্পর্কে আর্জেন্টিনার ডিফেন্ডার তালিয়াফিকো বলেন, ‘সে সব সময়ই এ রকম। আমাদের কাছে সে অধিনায়ক। সে এমন একজন, যে কিনা সব সময় আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’
‘আমরা যখন খেলি, সে আমাদের সব সময়ই বিশেষ সুবিধা দেয়। আমরা জানি যে আমাদের মেসি আছে। আমাদের অনুপ্রেরণা আর আশার বিরাট উৎস সে। মেসিকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা সবাই খুব খুশি।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় পার্থক্য গড়ে দিতে পারেন লিওনেল মেসিই। এমনটাই বিশ্বাস কোটি কোটি আলবিসেলেস্তে ভক্তদের।