আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে খুশি হবেননা রোনালদো
রোনালদো বিশ্বকাপ জিতেছেন দুইবার। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপের নায়ক ছিলেন তিনি

![ronaldo.jpg [ ronaldo.jpg ]](https://img.dailysportsbd.com/storage/2022/12/14/6248ae7f07e8624f67a023fe31eca78ad6ef1404.jpg)
২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জেতার অন্যতম কারন ছিলেন রোনালদো নাজারিও। কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে মোটেও খুশি হবেননা তিনি। স্প্যানিশ একটি পত্রিকার সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি৷
রোনালদো বলেন, " আমি স্পষ্ট বলতে চাই, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আমি খুশি হবো না৷ যদি বলি আমি খুশি হবো তাহলে সেটা মিথ্যা বলা হবে।"
স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, " বিশ্বকাপটা আমাদেরই প্রাপ্য ছিল। আর্জেন্টিনা ভালো খেলছেনা। কিন্তু তাদের আকাঙ্খা আছে৷ তারা ছুটছে...তাদের একজন লিওনেল মেসি আছে যিনি সব পার্থক্য গড়ে দিচ্ছেন। "
ব্রাজিলের দুইবারের ব্যালন ডি অর জেতা এই স্ট্রাইকার কথা বলেছেন নিজের দেশ নিয়েও। ব্রাজিলের জন্য বিদেশী কোচ চান তিনি। পেপ গার্দিওলার মত কোচদের ব্রাজিল দলে চান তিনি। ব্রাজিল দলের জন্য তিনি নিজেও কাজ করতে চান বলেও জানিয়েছেন।
ক্রোয়েশিয়ার সাথে হেরে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ফিকে হয়েছে কোয়ার্টার ফাইনালে। সেই ক্রোয়েশিয়াকেই ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।